close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এনসিপি 'র জাতীয় যুবশক্তি'র কেন্দ্রীয় সংগঠক নির্বাচিত হলেন সাতক্ষীরার কৃতিসন্তান ইলিয়াস হোসেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বাসবাস করে এনসিপির যুব উইং স্থাপনা করেছেন কৃতিসন্তান ছাত্রনেতা ইলিয়াস হোসেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

এনসিপির যুব উইং "জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন সাতক্ষীরার কৃতিসন্তান ছাত্রনেতা ইলিয়াস হোসেন। 

২৪ এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপির যুব উইং " জাতীয় যুবশক্তির" আত্মপ্রকাশ হয়েছে।

গত শুক্রবার (১৬ মে ২০২৫) ঢাকার শহীদ আবরার এভিনিউতে যেখানে আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক তার সামনেই এক জমকালো আয়োজনের মাধ্যমে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে ১৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির শীর্ষ তিনটি পদে রয়েছেন  আহ্বায়ক - অ্যাড: তরিকুল ইসলাম,  সদস্য সচিব - ডা.জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

উক্ত কমিটিতে সংগঠক হিসেবে জায়গা করে নিয়েছেন ২৪ এর গণ-অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হয়ে নেতৃত্বদানকারী সাতক্ষীরার কৃতিসন্তান ছাত্রনেতা ইলিয়াস হোসেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়।

コメントがありません