শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল মোবাইল ব্যবসায়ী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে আকস্মিক এই হামলায় বিটিআরসি ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ বিকেল ৪টার দিকে কয়েকশ মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তাদের ছোড়া ইটের আঘাতে ভবনের বিভিন্ন অংশের কাঁচ ভেঙে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই ভবনের মসজিদে আসরের নামাজ আদায় করছিলেন। হামলায় মসজিদের কাঁচও ভেঙে পড়ে। আকস্মিক এই পরিস্থিতির কারণে অফিস ছুটি হওয়ার পরেও কর্মকর্তারা কেউ ভবন থেকে বের হতে পারেননি।
পুলিশের বক্তব্য তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা আচমকা হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।
এখনো পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও বিটিআরসি কর্মকর্তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।



















