close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এলাকাবাসীকে চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন ডা.মিজানুর রহমান ।..

Abdul Kadir  avatar   
Abdul Kadir
ডা:মো: মিজানুর রহমান- (হৃদরোগ, বক্ষব্যাধি ও রক্তনালী রোগ বিশেষজ্ঞ) সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তিনি   অত্যন্ত সৎ, মানবিক, প্রচার বিমুখ চিকিৎসক । ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামে..

 এলাকাবাসীকে চিকিৎসা সেবা দিতে ছুটে আসেন ডা.মিজানুর রহমান ।
আবদুল কাদির, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:-
ডা:মো: মিজানুর রহমান- (হৃদরোগ, বক্ষব্যাধি ও রক্তনালী রোগ বিশেষজ্ঞ) সহকারী অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। তিনি   অত্যন্ত সৎ, মানবিক, প্রচার বিমুখ চিকিৎসক । ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের  কৃতি সন্তান। 
 ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোর্ডের পাটওয়ারী মার্কেটের ২য় তলায়, কনকর্ড ডক্টরস কর্নারে প্রতি শুক্রবার বিকাল ৫:০০টা থেকে  রাত ৮:০০টা পর্যন্ত দীর্ঘ ২৫ বছর ফরিদগঞ্জের হতদরিদ্র,অসহায় রোগী ও আত্বীয়-স্বজনদের প্রায় বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে আসছেন, ফরিদগঞ্জের এই কৃতি সন্তান।
সাম্প্রতিক একটি সার্থন্বেষীমহল ও প্রতারক চক্র তরুন কণ্ঠ পৌর ফরিদগঞ্জ নামে একটি ফেসবুক প্রেজ খুলে ডা. মো. মিজানুর রহমানের নামে অপপ্রচার করে।  এই অপপ্রচারের জবাব দিতে যারা ডা. মিজানুর রমানের নিকট ঢাকায় ও ফরিদগঞ্জে চিকিৎসা  নিয়েছেন তারা প্রতিবাদে সোচ্ছার হয়ে উঠেন। ফলে প্রতারক চক্র বাধ্য হয়ে ভিডিওটি অপসারন করে।  জানাযায় এই প্রতারক চক্রের মূলহোতা নিজেকে এনসিপির নেতা পরিচয়দানকারী আবদুর রহমান। 
চির্কা চাঁদপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক  আবু তাহের আজাদ বলেন, তিনি গ্রামে আসেন বলেই আমরা অনেকে চিকিৎসা সেবা পাচ্ছি। গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সদস্য সুফিয়া বেগম বলেন, ডাক্তার সাহেব ঢাকায় খুব ব্যস্থ থাকেন তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক। ফরিদগঞ্জে আসেন কেবলমাত্র আমাদের সেবা দিতে। 
ডা.মিজানুর রহমানের কাছে চিকিৎসা নেওয়া একাধিক ব্যাক্তিরা বলেন, তিনি নিজ এলাকার মানুষদের বড় ভালোবাসেন বিধায় নানা ব্যস্ততার মাঝেও কষ্ট করে শুক্রবার ঢাকা থেকে এসে রোগীদের নিরলস  সেবা দিয়ে যাচ্ছেন।  রোগীদের ল্যাব-পরীক্ষা সমুহ ৪০-৫০% ডিসকাউন্ট করার জন্য  কর্তৃপক্ষের নিকট সুপারিশ করে থাকেন। তিনি ঔষধ কোম্পানিদের প্রতিনিধিদের যথাযথ সম্মান প্রদর্শন করেন এবং  রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করেন।
  
উনার দীর্ঘ দিনের সুনাম  ও রোগীদের আস্হা বিনষ্ট করার জন্য  কতিপয় প্রতারক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুল বার্তা আপলোড করে যা সম্পূর্ন বানোয়াট অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। ফরিদগঞ্জবাসী এর  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।আমরা এলাকাবাসী মানবিক  ডাক্তার মো: মিজানুর রহমানের   দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল বলেন, স্যার হাজারও ডাক্তার গড়ার কারিগড়, তিনি আমাদের চিকিৎসা দিতে গ্রামে আসেন এটি আমাদের সৌভাগ্য।
ডাক্তার মো. মিজানুর রহমান বলেন, দায়িত্বের কারনে আমাকে ব্যস্ত সময় পার করতে হয়।  শত ব্যস্ততার মাঝে গ্রামে আসি পরিচিতদের খোঁজ-খবর নিতে পারি, তাদের সেবা করার সুযোগ পাই। শত ব্যস্ততার মাঝে নিজ এলাকায় চিকিৎসা দিতে আসতে পারাটা সত্যি আনন্দের। 

 

没有找到评论