close

লাইক দিন পয়েন্ট জিতুন!

একসঙ্গে ২৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : ইসরায়েল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের ঘুমহীন রাত! ইরান হঠাৎ করেই ছুড়েছে অন্তত ২৫টি ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—আঘাত হেনেছে রাজধানী তেল আবিব থেকে হাইফা পর্যন্ত। আহত বহু, এক কিশোরের অবস্থা সংকটাপন্ন। ছড়িয়ে পড়েছে যুদ্ধের ছায়া।..

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আবারও ভয়াবহ উত্তেজনা। সপ্তাহজুড়ে চলতে থাকা হামলা-পাল্টা হামলার রেশ কাটতে না কাটতেই, ইরান একযোগে ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ হামলায় দেশটির প্রধান শহর তেল আবিব, জেরুজালেম ও হাইফাসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে আবাসিক ও বাণিজ্যিক ভবন।

টাইমস অব ইসরায়েলসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে এই হামলা চালায় ইরান। ইসরায়েলের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যার কিছু পরেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে দেশটির আকাশ। এর আগে এমন একযোগে ও ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা খুব কমই দেখা গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়লেও, অন্তত ২৫টির মতো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে। ইসরায়েলি বাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ছিল ব্যালিস্টিক শ্রেণির, যেগুলো উচ্চগতিতে দীর্ঘপথ পাড়ি দিতে সক্ষম।

টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা ৩৯টি পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি আঘাত হেনেছে হাইফা, বীরসেবা এবং জেরুজালেমে।

হামলার সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে হাইফায়। সেখানে একটি আবাসিক এলাকায় আঘাত হানা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে গুরুতর আহত হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। একই ঘটনায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মেগান ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় এবং এখনো কয়েকজনের অবস্থা সংকটজনক। সংস্থাটি আরও জানিয়েছে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন জায়গায় তারা আহতের খোঁজ পেয়েছে।

হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীরসেবায় আঘাত হানে অন্তত একটি ক্ষেপণাস্ত্র। এলাকাটির বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে রাতভর আতঙ্কে কেটেছে তাদের সময়। পাশাপাশি, রাজধানী জেরুজালেমেও ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় একটি সরকারি ভবনের অংশবিশেষ। সেখানে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে আরও বড় ধরনের সংঘাতের। কারণ এই প্রথম, একযোগে এতগুলো গুরুত্বপূর্ণ শহরে ইরান ব্যালিস্টিক হামলা চালিয়েছে। বিশেষ করে হাইফা ও জেরুজালেমের মতো কৌশলগত নগরীতে আঘাত হানার অর্থ হলো—ইরান আর কূটনৈতিক বার্তা নয়, সরাসরি সামরিক ভাষাতেই জবাব দিচ্ছে।

এই ঘটনায় জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কায় ভুগছে আন্তর্জাতিক সম্প্রদায়। ইতোমধ্যেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘পেন্টাগন’ ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা হয়তো ইরানের পক্ষ থেকে শেষ কথা নয়। বরং এটাই হতে পারে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সূচনা। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী প্রতিক্রিয়ার ওপর।

No comments found


News Card Generator