অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা বা অনুতপ্ত হয়নি। এখন যদি তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশও করে, তবুও আর সময় নেই, কারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ ও সহিংসতা শফিকুল আলম বলেন, ‘‘বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আমি দেখি না। মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তারা বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেছে, গুম করেছে।’’ তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল অস্ত্র হাতে তুলে নিলে এবং শিশু-কিশোরদের হত্যা করলে সভ্য কোনো রাষ্ট্র তাদের গণতান্ত্রিক সুযোগ দেয় না। শান্তিপূর্ণ থাকাটাই একটি রাজনৈতিক দলের মূল শর্ত।
মিথ্যাচারের অভিযোগ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দেশের বাইরে গিয়ে মিথ্যাচার করছে। তারা জুলাই আন্দোলনে লাখ লাখ আন্দোলনকারীকে জঙ্গি হিসেবে প্রচার করে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
ফ্যাসিজম প্রসঙ্গে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করায় সরকার নতুন কোনো ফ্যাসিজমের দিকে যাচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এখানে ফ্যাসিজমের কিছু নেই। বরং আওয়ামী লীগই দেশে ফ্যাসিজম কায়েম করেছিল। স্বাধীনতার চেতনার কথা বলে তারা মানুষের অধিকার হরণ করেছে’’।
নির্বাচনি পরিস্থিতি শফিকুল আলম জানান, অফিশিয়ালি নির্বাচনি ক্যাম্পেইন শুরু না হলেও সারা দেশে নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে এবং মানুষ ভোটের দিনের জন্য অপেক্ষা করছে।



















