close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

একাত্তর ভুলে গেলে চলবে না: ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সতর্কবার্তা মির্জা ফখরুলের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
একাত্তর ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের ত্যাগ যেন জাতি কখনো ভুলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জ
একাত্তর ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদদের ত্যাগ যেন জাতি কখনো ভুলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একাত্তরকে ভুলে যাওয়া মানে দেশের মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। শুক্রবার বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, “একাত্তরকে পেছনে রাখার চেষ্টা চলছে। এটি একটি ষড়যন্ত্র। দেশের ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি, যেমন ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে অনেকে বিতর্ক তুলেছিল। এখন আবার একাত্তরকে পেছনে ফেলার চেষ্টা চলছে।” তিনি আরো বলেন, “গত ১৫ বছর ধরে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এখন আবার নতুন করে সেই চক্রান্ত চলছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে দেশের ইতিহাস বিকৃত না হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।” বিএনপি মহাসচিব বলেন, “একাত্তরে শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলতে পারবে না। নতুন প্রজন্মকে এই চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।” গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত আমাদের কাজ থামবে না। নির্বাচন বা একটি বিশেষ আন্দোলনই শেষ কথা নয়। আমাদের সংগ্রাম চলবে যতদিন না পর্যন্ত দেশে গণতন্ত্রের চর্চা একটি সংস্কৃতিতে পরিণত হয়।” মির্জা ফখরুল বলেন, “অনেকে মনে করছেন আন্দোলন শেষ। কিন্তু এটি দীর্ঘমেয়াদী লড়াই। আমাদের কাজ এখন অনেক বেশি। আমাদের গন্তব্য হলো একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।” সভায় বিএনপির অন্যান্য নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। --- সংক্ষেপে: মির্জা ফখরুল ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “একাত্তর ভুলে গেলে চলবে না। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। গণতন্ত্রের সংগ্রাম থামবে না যতক্ষণ না এটি একটি সংস্কৃতিতে পরিণত হয়।”
Nema komentara