close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এক যুগ পর স্বজনের বাসায় খালেদা জিয়া

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দীর্ঘ এক যুগ পর পরিবারের ঘরোয়া আয়োজনে যোগ দিতে ছোট ভাইয়ের বাসায় যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার এই উপস্থিতি শুধু পরিবারের জন্য নয়, রাজনীতির বাইরে সাধারণ মানুষের মাঝেও সাড়া ফেলেছে।..

দীর্ঘ এক যুগ পর বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখা গেলো স্বজনদের ঘরোয়া পরিসরে। শনিবার রাত ৯টা ৩০ মিনিটে রাজধানীর গুলশান ৪২ নম্বর সড়কের ২৪/বি নম্বর বাড়িতে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় পা রাখেন তিনি। তার সঙ্গে ছিলেন বড় পুত্রবধূ জুবাইদা রহমান এবং ছোট পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিন রাত ১টা ৪৫ মিনিটে নিজ বাসা ‘ফিরোজা’য় ফিরে যান খালেদা জিয়া। পুরো সময়টা ছিল নিখাদ পারিবারিক—রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একান্ত ঘনিষ্ঠদের মাঝে সময় কাটানো।

খালেদা জিয়াকে ফুল দিয়ে বরণ করে নেন ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা। উপস্থিত ছিলেন প্রয়াত ভাই সাঈদ এস্কান্দারের সহধর্মিণী নাসরিন আহমেদ, সেজ বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ঘনিষ্ঠ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, বিএনপি মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ উপস্থিত ছিলেন।

বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানান, “ম্যাডাম সাধারণত বাসা থেকে বের হন না। কিন্তু পরিবারের একটি ঘরোয়া আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি সেখানে উপস্থিত হন। পরিবারের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে ঘরে থাকা ছোট ছোট শিশুরা ম্যাডামকে কাছে পেয়ে চরম আনন্দ প্রকাশ করে।”

পারিবারিক এই মিলনমেলা একদিকে যেমন আবেগঘন ছিল, অন্যদিকে এটি একটি বার্তাও দিয়েছে—রাজনৈতিক কোলাহলের বাইরে এখনো খালেদা জিয়ার জীবনে পারিবারিক সম্পর্কের উষ্ণতা রয়ে গেছে।

প্রসঙ্গত, লন্ডনে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। ফেরার দিন তার রাজনৈতিক উপস্থিতিও চোখে পড়ে—হাজারো নেতাকর্মীর অভ্যর্থনায় তিনি কার্যত একটি জনসমাগমের কেন্দ্রবিন্দুতে পরিণত হন। ২০১৮ সালে কারাবরণের পর সেটাই ছিল তার প্রথম কোনো জনসম্মুখে প্রকাশ্য উপস্থিতি।

আর মাত্র চারদিনের ব্যবধানে, তিনি গেলেন স্বজনদের বাড়িতে। ছোট ভাইয়ের বাসায় একান্ত সময় কাটিয়ে প্রমাণ করলেন—দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে তার রয়েছে এক গভীর, মানবিক পরিসর।

এই সফর হয়তো ছিল ব্যক্তিগত, তবে তা জনগণের নজর এড়ায়নি। অনেকের কাছেই এটি ছিল এক ধরনের বার্তা—বেগম জিয়া এখনো আছেন, তার শিকড় রয়েছে এই মাটিতে, এই পরিবারে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator