close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এ্যাপোলো ইনস্টিটিউটে এইচ.এস.সি (বি.এম.টি) পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২০২৫ সালের এইচ.এস.সি (বি.এম.টি) পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে এ্যাপোলো ইনস্টিটিউট, ভালুকা।

সোমবার (২৩ জুন) সকালে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাপোলো ইনস্টিটিউট-এর অধ্যক্ষ এ.আর.এম. শামসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি উদ্দীপনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষায় সফল হওয়ার জন্য সৎভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। এইচ.এস.সি. পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা যাতে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দেশ ও জাতির জন্য ভবিষ্যতে অবদান রাখতে পারো, সেই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো ইনস্টিটিউট-এর সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয় এবং সকলে মিষ্টিমুখ করেন।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে বলে মত প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।

Nema komentara


News Card Generator