২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার, ২৬ জুন থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষার প্রথম দিনেই শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে সরেজমিন পরিদর্শনে যাবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা উপদেষ্টা প্রথমে উপস্থিত হবেন ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্রে। এরপর দ্বিতীয় কেন্দ্র হিসেবে তিনি পরিদর্শন করবেন মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্র। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং সার্বিক বিষয়ে ব্রিফিং করবেন।
প্রথম দিনের পরীক্ষার সার্বিক চিত্র
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।
দেশব্যাপী ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
প্রথম দিনে,
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র
মাদরাসা বোর্ডে — আলিমের কোরআন মাজিদ
কারিগরি বোর্ডে — এইচএসসি বিএম/বিএমটি এর পরীক্ষা নেওয়া হবে।
সব পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।
সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি যখন সরাসরি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান, তখন তা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সারাদেশে একটি বার্তা দেয়—পরীক্ষার পরিবেশ সুরক্ষিত, স্বচ্ছ এবং শিক্ষার্থীদের প্রতি সরকার নজর রাখছে।
সি আর আবরারের এই পরিদর্শনটি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ইতিবাচক বার্তা পাঠাবে এবং যে কোনো ধরনের অব্যবস্থাপনা প্রতিরোধে ভূমিকা রাখবে।
শিক্ষার মান এবং পাবলিক পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশে আলোচনা চলছে। এইচএসসি পরীক্ষার মতো উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলো শুধু ভবিষ্যৎ শিক্ষা নয়, চাকরির ক্ষেত্রেও মৌলিক ভিত্তি গড়ে তোলে। তাই সরকারের এই তৎপরতা, মাঠপর্যায়ে উপদেষ্টার উপস্থিতি এবং কেন্দ্র পর্যবেক্ষণের মতো উদ্যোগগুলো শিক্ষাক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।