close

লাইক দিন পয়েন্ট জিতুন!

এইচএসসি পরীক্ষা কে কেন্দ্র করে সিলেট বোর্ডের সতর্কবার্তা।..

ছাইম ইবনে আব্বাস  avatar   
ছাইম ইবনে আব্বাস
সারা দেশে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সতর্ক সংকেত জারি করেছে।..

আগামী ২৬/০৬/২৫ ইং থেকে এইচএসসি-২০২৫ পরীক্ষা কেন্দ্রগুলোতে বিশেষ স্বাস্থ্য সতর্কতা গ্রহণের নির্দেশনা দিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে:
মাস্ক পরার বাধ্যবাধকতা: মুখে মাস্ক ছাড়া কেন্দ্রে প্রবেশ নিষেধ। 
হ্যান্ড স্যানিটাইজার স্থাপন: প্রবেশ পথ ও কেন্দ্রে হ্যান্ড ক্লিনিং পয়েন্ট রাখা হবে। 
 পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন: পরীক্ষার আগেই স্প্রে ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। 
 আসন বিন্যাসে স্বাস্থ্য দূরত্ব:বোর্ডের নির্দেশ অনুসারে সিটিং আরেঞ্জমেন্ট করতে হবে। 
 মেডিকেল টিম সক্রিয় রাখুন:চিকিৎসা সহায়তা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে। 
 অভিভাবক থেকে দুরত্ব বজায়: কেন্দ্রে প্রবেশ ও ভিড় রোধে  ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। 
 স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাবেন:স্বাস্থ্য সচেতনতা ও ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের সহায়তা নিচ্ছে বোর্ড। 

উল্লেখ্য, এ নির্দেশনাগুলো  সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রেরিত হয়েছে। এতে বলা হয়েছে পরীক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাই এসব নির্দেশনা মেনে চলবেন।

کوئی تبصرہ نہیں ملا