ভোট মানেই জনগণের অধিকার, তা আর ছিনিয়ে নিতে দেওয়া হবে না” — এমন দৃঢ় প্রত্যয় জানিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ ঘোষণা দিয়েছেন, বাউফলের এক ইঞ্চি মাটিতেও ভোট ডাকাতি সহ্য করা হবে না।
রোববার (৮ জুন) সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাট এলাকায় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ড. মাসুদ বলেন, “এবার আর ২০০৮, ২০১৪, কিংবা ২০১৮-এর মতো হবে না। এবার আর ব্যালট বাক্স ছিনতাই হবে না। কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, নকল ভোট — এসব বরদাশত করা হবে না। যারা ভোটের নামে জনগণের অধিকার হরণ করতে আসবে, তাদের প্রতিরোধে আমরা প্রস্তুত আছি।”
তিনি আরও বলেন, “এই উত্তাল সাগরে আমরা যেমন ঝড়ের বিরুদ্ধে টিকে থাকি, তেমনি এই দেশে অন্যায়ের বিরুদ্ধে লড়তেও আমরা জানি। ভোট হচ্ছে আমাদের অস্তিত্বের প্রতিচ্ছবি। যারা ভোট চুরি করতে আসে, তারা আসলে এই জাতির ভবিষ্যৎ চুরি করে। এবার তাদের সেই সুযোগ দেওয়া হবে না।”
এসময় তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে লাখ লাখ তরুণ ভোট দেওয়ার সুযোগই পাননি। যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন, তারা দেখেছেন শুধুই ভোটহীনতা, কারচুপি ও পাতানো নির্বাচন।
“আমরা জানি, কারা বলে—তোমরা ভোট দিতে এসো না, আমরা আগেই রেজাল্ট বানিয়ে রেখেছি। এবার সেই জালিয়াতি আর চলবে না। জনগণকে ভয় দেখিয়ে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। আমরা এবার জনগণকে সঙ্গে নিয়েই ভোটের পাহারায় থাকব,” বলেন শফিকুল ইসলাম মাসুদ।
তিনি আরও বলেন, “আমাদের কাছে এই নির্বাচন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি আমাদের অধিকার, স্বাধীনতা ও সম্মানের প্রশ্ন। আমরা জানি না দেশের ৫৬ হাজার বর্গমাইলের কোথাও কী হবে, কিন্তু এটুকু নিশ্চিত করে বলতে পারি—বাউফলের এক ইঞ্চি জমিতেও ভোট নিয়ে অন্যায় করতে দেওয়া হবে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
-
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাক মিয়া,
-
নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম,
-
অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ
-
নাজিরপুর ইউনিয়নের আমির রাসেল মাহমুদ।
তারা সকলেই নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন—এবারের নির্বাচন হবে জনগণের, কারচুপি-নির্ভর কোনো শক্তির নয়।



















