close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

এ কে এম কায়সারুল আলমের কবিতা

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
স্বাধীনতা মানে
 
 
স্বাধীনতা মানে কি 
ক্যান্টমেন্টে পড়ে থাকা তনুর রক্তাত্ত লাশ ?
স্বাধীনতা মানে কি
আন্দোলনে পুলিশের টিয়ার সেল ও কাদাঁনে গ্যাস ?
স্বাধীনতা মানে কি
বৈশাখে বোনের গায়ে পুলিশের স্পর্শ ?
স্বাধীনতা মানে কি
রড়ের বদলে  বাশেঁর ব্যবহার ?
স্বাধীনতা মানে কি
কাটা তারে ফেলানীর লাশ ?
স্বাধীনতা মানে কি
ধর্ম নিয়ে উপহাস ?
স্বাধীনতা মানে কি
সরকারী চাকুরীজীবিদের পোয়া বারো ?
স্বাধীনতা মানে কি
বেকারদের চোখের পানি ও গরীবের উপবাস ?
স্বাধীনতা মানে কি
মেধাবীদের বন্ধিত করে কোঠায় নিয়োগের যুদ্ধ ?
স্বাধীনতা মানে কি 
রিক্সা চালক মুক্তিযোদ্ধার দীর্ঘনি:শ্বাস  ?
স্বাধীনতা মানে কি
চলন্তবাসে ধর্ষিত হওয়া বোনের আর্তনাত ?
স্বাধীনতা মানে কি
প্রতিদিন লাশ হয়ে ঘরে ফেরা ?
স্বাধীনতা মানে কি
দেখেও না দেখার ভান করে চুপ থাকা ?
স্বাধীনতা মানে কি
তা আজ বড্ড জানতে ইচ্ছে করছে .......?
Aucun commentaire trouvé