close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে মিডিয়া ক্যাম্পেইন

Rajesh Gour avatar   
Rajesh Gour
বেসরকারী উন্নয়নসংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, জিও-এনজিও প্রতিনিধি,..

 প্রবীণ, প্রতিবন্ধী ব্যাক্তি ও ডিসি কমিটির ব্যাক্তিবর্গের অংশগ্রহণে এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় রেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়ন ও সহযোগীতাপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, প্রতিবন্ধী ও সমাজকল্যান ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রকল্পের এমিনেটর সারেন তজু এর সঞ্চালনায়, প্রধান অতিথি‘র আলোচনা করেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার। অন্যদের মাঝে আলোচনা করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রতিনিধি এলটুস নকরেক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রুপন কুমার সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোহন মিয়া, সাবেক সাধারন সম্পাদক জামাল তালুকদার, সিনিয়র সাংবাদিক ধ্রুব সরকার, আল নোমান শান্ত, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, সাধারন সম্পাদক শফিকুল আলম সজিব, সাবেক সভাপতি সজিম সাইন, সাবেক সম্পাদক রাজেশ গৌড় সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। পরবর্তিতে ২০১৬ সাল থেকে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নে প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে উক্ত প্রকল্প যে ভুমিকা রেখে আসছে তার উপর এক ভিডিও প্রতিবেদন তুলে ধরেন এবং সাংবাদিকদের কাছ থেকে এ বিষয়ে নতুন নতুন পরামর্শ গ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যাক্তিরা আমাদের সমাজে বোঝা নয়। তারা আমাদের সমাজেরই অংশ। তাদের বোঝা না ভেবে সম্পদে পরিনত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা পাইয়ে দিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator