দুর্গাপুরে জলসিঁড়ি সম্মাননা পেলেন ৩ গুণীজন

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারের  আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৩ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার  বিকেলে উপজেলার গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক অধ্যয়ন সভা শেষে এ সম্..

 

অধ্যয়ন সভায় জলসিঁড়ি পাঠাগারের সভাপতি
এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাভিদ রেজওয়ানুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য কবি, শিক্ষক ও সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন।

প্রধান অতিথি বলেন,বই হল আলোকিত ভালো মানুষ গড়ার প্রধানতম মাধ্যম। একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এ  জলসিঁড়ি পাঠাগার সে কাজটি করে চলছে। বই পড়লে একজন শিক্ষার্থী হয়ে ওঠে আচরণে মার্জিত, চিন্তায় স্বতঃস্ফূর্ত ও কর্মে দৃপ্ত।জলসিঁড়ি পাঠাগারটির উন্নয়নে জেলা প্রশাসন সর্বদা পাশে থাকবে। 

এছাড়াও জলসিঁড়ি পাঠাগারে নজরুল অধ্যয়ণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি। 

জলসিঁড়ি সম্মাননা পাওয়া তিনজন হলেন, কথা সাহিত্যেক মোজাফফর হোসেন(ঢাকা), কবি তানভীর জাহান চৌধুরী(নেত্রকোনা) কবি লোকান্ত শাওন (দুর্গাপুর)। 

২০১২ সাল থেকে জলসিঁড়ি পাঠাগার শিশুদের আত্মজাগরণে পাঠাভ্যাস কর্মসূচি ও লেখক সংস্কৃতিজনদের সম্মাননা প্রদান করে যাচ্ছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator