close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল..

Rajesh Gour avatar   
Rajesh Gour
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া নেত্রকোনার দুর্গাপুরের চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।..

 

বুধবার শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মীর্জা নজরুল, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি,   উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান মাষ্টার,পৌর যুবদলের সদস্য খান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লালচাঁন মোল্লা, বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আঃ খালেক, সদস্য সচিব সুলতান মাহমুদ, বাকলজোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বকুল,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান।

  ঈদ উপহারের মধ্যে ছিলো প্রতিটি শহীদ পরিবারের সকল সদস্যদের জন্য জামা,কাপড়, কুরবানির জন্য খাসি ১টি, চাল ৫০ কেজি, ৫ লিটার সয়াবিন তেন  পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ,ধনিয়া,আধা, চিনি, সেমাই নুডুস,দুধের পেকেট, লবন।

২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হন দুর্গাপুরের
ওমর ফারুক, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন।

ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা  আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। ইতোপূর্বে তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা খুব খুশি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

コメントがありません


News Card Generator