close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু 

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে
 রকি (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । রোববার রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রকি চারিগাঁও পাড়া গ্রামের অটো রিকশ..

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন ব্যাটারি চালিত আটোরিকশা চালিয়ে সন্ধ্যায় পর বাড়ি ফিরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জে দেন কামাল মিয়া। পরের শিশু রকি আটোরিকশার বডি স্পর্শ করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে শিশু রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রকিকে মৃত ঘোষণা করে। 

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tidak ada komentar yang ditemukan