মঙ্গলবার সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যে রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা শাখার সভাপতি আকিকুর রহমান তালুকদার, সহ সভাপতি আবিদা সুলতানা, প্রচার সম্পাদক নজরুল ইসলাম।
বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরাস্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি।
অথচ আজ পর্যন্ত আমাদের পদে কোনো পরিবর্তন হয়নি রয়েছে বেতন কাঠামোয় চরম বৈষম্য। দ্রুত আমাদের দাবী মেনে প্রজ্ঞাপন জারি না করলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দিবো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।



















