মতলবের দুই সাংবাদিক দুর্বার পাঠশালা সন্মাননা-২৪ পদকে ভূষিতদুর্বার পাঠশালা সন্মাননা-২৪ পদকে ভূষিত হচ্ছেন মতলবের দুই সাংবাদিক, মমিনুল ইসলাম ও সুমন আহমেদ। সমাজ উন্নয়নে তাদের অবদান ও পেশাগত দায়িত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হচ্ছে।সাংবাদিকতায় বিশেষ অবদান, মানবিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নে নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ “দুর্বার পাঠশালা সন্মাননা-২৪” পদকে ভূষিত হচ্ছেন মতলব উত্তর উপজেলার দুই তরুণ ও উদীয়মান সাংবাদিক—দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রবাহের মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব উত্তর প্রতিনিধি সুমন আহমেদ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার পাঠশালা”র উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজ সচেতনতামূলক, শিক্ষামূলক ও মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। দূর্বার পাঠশালা কর্তৃপক্ষ জানায়, এই দুই সাংবাদিকই তাঁদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের নানা সংকট, অসংগতি ও মানবিক ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের উৎসাহ দিতেই আমাদের এ আয়োজন। সন্মাননায় ভূষিত দৈনিক কালবেলা ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি মমিনুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশন ও দৈনিক শপথের মতলব উত্তর প্রতিনিধি সুমন আহাম্মেদ বলেন, “এই সম্মাননা আমাদের জন্য এক অসীম প্রেরণা। আমরা মনে করি, সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ বা প্রচার নয়—এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা চেষ্টা করি মানুষের সত্যিকারের সমস্যা তুলে ধরতে, তাদের পাশে দাঁড়াতে। দুর্বার পাঠশালার এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্ববান করে তুলবে। কৃতজ্ঞ দুর্বার পাঠশালার প্রতি।ট্যাগস: সাংবাদিকতা, সমাজ উন্নয়ন, সম্মান
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
দূর্বার পাঠশালা সম্মাননা পাচ্ছে মতলব উত্তরের দুই সাংবাদিক মমিন ও সুমন।..


No comments found