close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দূর থেকে রংপুর রাইডার্সের খোজ রাখবেন মিকি আর্থার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
জুলাইয়ে মাঠে গড়াচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। এবারের আসরেও শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।..

তবে শিরোপা ধরে রাখার লড়াই শুরুর আগেই দলে এসেছে কিছু পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোচিং প্যানেলে। প্রথম আসরে রংপুরের প্রধান কোচের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। তবে এবার মাঠের বাইরে থাকবেন এই অভিজ্ঞ কোচ। ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের কোচ হিসেবে ব্যস্ত থাকায় তিনি সরাসরি থাকতে পারছেন না বলে জানিয়েছেন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

তিনি বলেন, ‘মিকি আর্থার এই মুহূর্তে কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত। তাই মাঠে আমরা তাকে পাচ্ছি না। তবে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন তিনি। কৌশলগত দিকনির্দেশনাও দিয়ে যাবেন।’

তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন গ্রেগ স্মিথ। নতুন কোচের প্রতি পূর্ণ আস্থা রয়েছে আর্থারের। তানিম বলেন, ‘গ্রেগ স্মিথের ওপর পুরোপুরি আস্থা রাখেন মিকি। মাঠে তিনিই দল পরিচালনা করবেন।’

সুপার লিগে রংপুর রাইডার্স ছাড়াও অংশ নিচ্ছে আরও চারটি দল—দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হ্যারিকেন্স।


---

রংপুর রাইডার্স স্কোয়াড (জিএসএল ২০২৫)

অধিনায়ক: নুরুল হাসান সোহান

বাংলাদেশি ক্রিকেটার: সৌম্য সরকার, মোহাম্মদ নাইম, মাহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাইফ, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী রাব্বি

বিদেশি তারকা: কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, হরমিত সিং, খাজা নাফে

没有找到评论


News Card Generator