বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার ১৭ই ডিসেম্বর বিকেলে চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা শেষে বীরমুক্তিযোদ্ধা, কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলার তালোড়া চকশোলা টাইগার ক্লাব এলাকায় তালোড়া ইউপি চেয়ারম্যান ও ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, তালোড়া ইউপি সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: এসএ মোকতাদ রাজু, তালোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান খন্দকার, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার লতা, ক্লাবের সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ এ্যাপোলো প্রমুখ। আলোচনা সভা শেষে ক্লাবের পক্ষ হতে বীরমুক্তিযোদ্ধা, কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজনদের মাঝে পুরুস্কার ক্রেষ্ট ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।



















