এক ঝাঁক তরুণ প্রতিভাবান ক্রিকেটার এবং নতুন নেতৃত্বের হাত ধরে দারুণ কিছুর আশা করেছিল বাংলাদেশ ক্রিকেট ভক্ত এবং সংশ্লিষ্টরা। তবে সাদা বলের ক্রিকেটে প্রথম অ্যাসাইনমেন্টে তরুণরা শুধু ব্যর্থই হননি, গড়েছেন লজ্জার ইতিহাসও। সংযুক্ত আরব আমিরাতের কাছে এর আগে কোনো ফরম্যাটে হারের মুখ না দেখা টাইগাররা এবার তাদের বিপক্ষে সিরিজ হেরেছে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে লিটন দাসের দল বাজেভাবে ধবলধোলাই হয়েছে। টানা দুই সিরিজ হারের সেই গ্লানি নিয়ে আজ দেশে ফিরেছে দল।
কুটনৈতিক জটিলতা এবং নিরাপত্তার কারণে পাকিস্তানে যাওয়ার সময় কয়েকটি ধাপে গিয়েছিল বাংলাদেশ দল। আসার সময় টাইগাররা আসছে দুই ধাপে। বিকেল সাড়ে ৬টায় প্রথম ধাপে দেশে এসেছেন অধিনায়ক লিটন দাস, সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারীসহ বেশ কয়েকজন। আরেক ধাপে বাকি ক্রিকেটারদের দেশে ফেরার কথা আছে রাত সাড়ে এগারোটায়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			