close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দুই পরিবর্তনে কলম্বো টেস্টের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাইতো লঙ্কানদের দলে পরিবর্তন আসবে তা অনুমিতই ছিলো।..

বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ সদস্যের স্কোয়াড প্রকাশ করে তারা।

দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে ও ডানহাতি পেসার বিশ্ব ফার্নান্দো। তবে চোটের কারণে ছিটকে গেছেন তরুণ পেসার মিলান রত্নায়েকে। সিরিজের প্রথম টেস্টে বল করতে গিয়েই সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন তিনি।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে আগামী বুধবার, ২৬ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচের জন্য বোলিং বিভাগে শক্তি বাড়াতে স্পিন-পেস মিলিয়ে দুই নতুন মুখ অন্তর্ভুক্ত করেছে শ্রীলঙ্কা। ভেল্লালাগে এর আগে কেবল একটি টেস্ট খেলেছেন।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ ও শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৫ ও ৮ জুলাই। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, পাসিন্দু সুরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিক্রমাসুন্দরা, বিশ্ব ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে।

Không có bình luận nào được tìm thấy