close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দুই গ্রামকে ইউনিয়নে অন্তর্ভূক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন..

Imran Hossain avatar   
Imran Hossain
****

ডুমুরিয়া-রূদুরা দুই গ্রাম থেকে উপজেলা সদরের দূরত্ব ৪শ’ গজ, অথচ নাগরিক সেবার জন্য যেতে হচ্ছে ৪ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সেবা পেতে দুই গ্রামের ৫ হাজার মানুষকে অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।

নাগরিক সেবা নিশ্চিত দুই গ্রামকে কাছের আনোয়ারা সদর ইউনিয়নের সাথে যুক্ত করার দাবিতে রোববার (১৫ জুন) সকালে উপজেলা সদরে এক কিলোমিটারর দীর্ঘ মানববন্ধন করেছে এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধন উপজেলা সদরের থানা মোড় থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। দুই গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন। 

মানববন্ধন শেষে স্থানীয়রা স্মারকলিপি প্রদান করতে গেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এলাকার দলমত নির্বিশেষে সবাই এক হয়েছে দেখে ভালো লাগছে। ঐক্য থাকলে যেকোন চেষ্টা বিফলে যায়না। ন্যায্য দাবিতে ডুমুরিয়া-রুদুরাবাসীর এই ঐক্য অভূতপূর্ব ও বিরল। তিনি স্মারকলিপির দাবি ও এলাকাবাসীর বক্তব্য উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে দ্রুত প্রেরণ করা হবে বলে জানান। 

এরআগে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গ্রামবাসীর পক্ষে বক্তৃতা করেন, নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল, আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু প্রমূখ।

মানবন্ধনে আমি-আমরা-আমাদের, আমরা ডুমুরিয়া রূদুরার সন্তান-সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল সহকারে যোগ দেন।

לא נמצאו הערות