দুই চোখে হাহাকার, আদালতে কেঁদে বুক ভাসালেন ব্যারিস্টার সুমন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জু
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ দেন। আদালতে উপস্থিতির সময় সুমন কান্নায় ভেঙে পড়েন। এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন রায় সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তার ফাঁসির দাবিতে স্লোগান দেয় এবং প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম চৌধুরী জানান, ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। সুমনের রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দুপুর ১টার দিকে সুমনকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। আদালত ভবনে প্রবেশের সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার শাস্তির দাবিতে স্লোগান দেন এবং ডিম নিক্ষেপ করেন। আদালত চলাকালে সুমনের এক সমর্থক ভিডিও ধারণের চেষ্টা করলে আইনজীবীরা তাকে ধাওয়া করেন; তিনি পালিয়ে যান। ব্যারিস্টার সুমনের আইনজীবী সহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং এ মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।
Geen reacties gevonden