স্থানীয়রা জানান, বালু টলি ও মহেন্দ্র গাড়ির চাকার চাপে রাস্তাটি এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে নদী বা খাল থেকে বালু উত্তোলন করে এসব টলি গাড়ি যখন প্রতিদিন এই রাস্তায় চলাচল করে, তখন কাদা জমে যায় এবং রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়।
প্রায় ৫-৭ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন। স্কুল, কলেজ, হাটবাজার, চিকিৎসা বা জরুরি কাজেও এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষকে।
প্রবাসফেরত আসাদুল ইসলাম জানান, “আগে রাস্তাটা ভালো ছিল। এখন বাড়িতে এসে দেখি, রাস্তায় কাদা ছাড়া কিছুই নেই। বালু ব্যবসার নামে যেভাবে টলি গাড়ি চালিয়ে রাস্তাটা ধ্বংস করেছে, তা মেনে নেওয়ার মতো না। প্রশাসনের কোনো নজর নেই।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি মেরামত করতে হবে এবং অবৈধ বালু পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
জনগণের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে রক্ষা করে মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের প্রধান এই রাস্তাটি।