close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ডোমারের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের রাস্তায় তিন কিলোমিটার কাদা, জনদুর্ভোগ চরমে..

Md Roman kabir avatar   
Md Roman kabir
নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা আদর্শ গ্রামে প্রায় তিন কিলোমিটার রাস্তায় চলছে চরম দুর্ভোগ। এক সময়ের চলাচল উপযোগী রাস্তাটি এখন কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ..

স্থানীয়রা জানান, বালু টলি ও মহেন্দ্র গাড়ির চাকার চাপে রাস্তাটি এখন একেবারেই নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে নদী বা খাল থেকে বালু উত্তোলন করে এসব টলি গাড়ি যখন প্রতিদিন এই রাস্তায় চলাচল করে, তখন কাদা জমে যায় এবং রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়।

 

প্রায় ৫-৭ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে প্রতিদিন। স্কুল, কলেজ, হাটবাজার, চিকিৎসা বা জরুরি কাজেও এই রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষকে।

 

প্রবাসফেরত আসাদুল ইসলাম জানান, “আগে রাস্তাটা ভালো ছিল। এখন বাড়িতে এসে দেখি, রাস্তায় কাদা ছাড়া কিছুই নেই। বালু ব্যবসার নামে যেভাবে টলি গাড়ি চালিয়ে রাস্তাটা ধ্বংস করেছে, তা মেনে নেওয়ার মতো না। প্রশাসনের কোনো নজর নেই।”

 

এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি মেরামত করতে হবে এবং অবৈধ বালু পরিবহন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

জনগণের প্রত্যাশা, স্থানীয় প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে রক্ষা করে মৌজাপাঙ্গা আদর্শ গ্রামের প্রধান এই রাস্তাটি।

 

Nessun commento trovato