close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দৈনিক সরেজমিনে সংবাদ  প্রকাশের পর স্কুল মাঠের দখল ছেড়ে দিয়েছেন দখলকারী..

Tuhid hasan avatar   
Tuhid hasan
তৌহিদ হাসান

 
গত নভেম্বরের ৩ তারিখে জোরখালী বাজারে ওয়াসিম উদ্দিন স্কুল মাঠের দখল নিয়ে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উক্ত স্থান পরিদর্শন করে,সরেজমিনে সমস্ত তথ্য সংগ্রহ করা শেষে দৈনিক  সরেজমিন বার্তার  জামালপুর জেলা   প্রতিনিধি তৌহিদ হাসান সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করা শেষে ৩ নভেম্বর এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন, সরেজমিন পত্রিকার অফিসে প্রেরণ করলে সরেজমিন কর্তৃপক্ষ ৪ নভেম্বর  এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। 

মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অনন্য সদস্যবৃন্দ  তাদের নিজ নিজ  গণমাধ্যমে সংবাদ প্রকাশ  করেন যার পরিপ্রেক্ষিতে,প্রশাসন এবং স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায়  স্কুল মাঠ ভাড়া নেওয়া ব্যক্তি মোহাম্মদ আলমগীর মাঠের দখল ছেড়ে দিয়েছেন ।

স্কুল মাঠে একটি ঘর তোলা ছিল সে ঘরটি তিনি ভেঙ্গে ফেলেছেন এবং বাকি মালা মালগুলো সরিয়ে নিয়েছেন। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তি
 সাংবাদিকদের ধন্যবাদ জানান।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator