close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দৈনিক যুগের কথার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন স্বপন চন্দ্র দাস..

Juwel Hossain avatar   
Juwel Hossain
গত ১৪ ডিসেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন।..

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক যুগের কথা–এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সাংবাদিক স্বপন চন্দ্র দাস। গত ১৪ ডিসেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘদিনের সাংবাদিকতা, সম্পাদনা ও সংবাদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে তিনি যুগের কথা–এর নেতৃত্বে যুক্ত হওয়ায় পত্রিকাটির পাঠক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত স্বপন চন্দ্র দাস বর্তমানে জাতীয় দৈনিক কালবেলা এবং শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি অনলাইন নিউজপোর্টাল জনতার কণ্ঠ.কম–এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও কাজ করছেন। সংবাদ সংগ্রহ থেকে শুরু করে সম্পাদনা, প্রকাশনা ও সংবাদ ব্যবস্থাপনার প্রতিটি স্তরে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

১৯৯৯ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়া স্বপন চন্দ্র দাস তার কর্মজীবনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাপ্তাহিক সাহসী জনতা–র সাহিত্য সম্পাদক, দৈনিক যমুনা প্রবাহ–এর বার্তা সম্পাদক ও অনলাইন সম্পাদক এবং দৈনিক কলম সৈনিক–এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে তিনি সংবাদ পরিবেশনা, ফিচার লেখা, অনুসন্ধানী প্রতিবেদন ও সম্পাদকীয় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন করেন।

সম্পাদনার ক্ষেত্রে তার অভিজ্ঞতার আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হলো—২০২৪ সালের মার্চ মাসে প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিযুক্তি। সেখানে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পাঠকপ্রিয়তা ও পেশাগত মান বজায় রেখে একটি সংবাদপত্র পরিচালনার সক্ষমতা প্রমাণ করেন। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাস থেকে জনতার কণ্ঠ.কম নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশক হিসেবে নিজেই সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন, যা ডিজিটাল সাংবাদিকতায় তার সক্রিয় উপস্থিতির প্রতিফলন।

স্থানীয় সংবাদপত্রের পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ের গণমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সময়, কালবেলা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম–এ তার পাঠানো সংবাদ, প্রতিবেদন ও ফিচার সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় পর্যায়ে তুলে ধরতে ভূমিকা রেখেছে।

সাংবাদিকতার পাশাপাশি স্বপন চন্দ্র দাস সাহিত্যচর্চার সঙ্গেও যুক্ত রয়েছেন। সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে ভাষা ও উপস্থাপনায় শৈল্পিক সংবেদনশীলতা দিয়েছে, যা তার লেখনী ও সম্পাদনায় প্রতিফলিত হয়।

দৈনিক যুগের কথা–এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্বপন চন্দ্র দাস পত্রিকাটিকে আরও পাঠকবান্ধব, তথ্যভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তুলবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহল ও পাঠকদের। অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার সমন্বয়ে তার নেতৃত্বে যুগের কথা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন অনেকেই।

没有找到评论


News Card Generator