close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদ সাফ জানিয়ে দিয়েছেন, “সংগঠনের কেউ যদি নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চান, তবে তাকে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে সরে দাঁড়াতে হবে।” বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। এই সম্মেলনটি আয়োজন করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আত্মপ্রকাশ উপলক্ষে।
সংবাদ সম্মেলনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তালিকা প্রকাশ করা হয়।
অরাজনৈতিক প্ল্যাটফর্মের বার্তা
রিফাত রশিদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনও কোনো রাজনৈতিক দল বা সংগঠন হয়ে উঠবে না। এটি একটি অরাজনৈতিক এবং ‘আমব্রেলা প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য দেশের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা।”
তিনি আরও বলেন, “আমরা সবসময়ই বলে আসছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার একটি ক্ষেত্র, তবে এটি সরাসরি কোনো রাজনৈতিক দল নয়।”
নতুন রাজনৈতিক পরিসর গঠনের চেষ্টা
সংগঠনটি দেশের রাজনৈতিক পরিসরকে সমৃদ্ধ করতে চায়। এ লক্ষ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রিফাত রশিদ আরও একবার স্পষ্ট করে বলেন, “যারা সরাসরি নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে চান, তাদের অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ থেকে সরে গিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে।”
সংগঠনটি অরাজনৈতিক রয়ে যাবে এবং নীতিগতভাবে সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবে, এমনটাই জানালেন রিফাত রশিদ।
আরও পড়ুন:
পাওনা ৫.৮ ট্রিলিয়ন ডলার না দিয়ে উল্টো ঋণের জালে ফেলছে ধনী দেশগুলো
এনআইডির নাম পরিবর্তনে ঋণ-মামলা খতিয়ে দেখতে চায় ইসি
কেমন লাগলো? যদি আরও কোনো অংশ যোগ করতে চান, জানাবেন!
Nenhum comentário encontrado