close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।..

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণ-পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ-পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকালের দিকে এক ঘণ্টায় অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে।

আইডিএফ বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইসরায়েলি বাহিনী ইরানের ছোড়া অন্তত পাঁচটি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে। এছাড়া বাকি তিনটি ড্রোনকে নজরদারি করা হচ্ছে বলে জানায় আইডিএফ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator