আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
এক মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় বন্দরে চাল আমদানির কার্যক্রম শুরু করে আমদানিকারকরা।
২১ জানুয়ারি বুধবার দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুটি চালবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রমের সূচনা হয়। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর হিলি বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।
হিলি স্থলবন্দরের স্থানীয় বাজার সূত্রে জানা গেছে আজকের বাজারে প্রতিকেজি সম্পা কাটারি চাল মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অপরদিকে আমদানিকৃত সম্পা কাটারি চাল বন্দরে প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দেশের বর্তমান বাজারদরের তুলনায় কেজিতে প্রায় ৫ টাকা কম।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন আজ প্রথম দিন ভারত থেকে দুটি ট্রাকে সম্পা কাটারি জাতের চাল আমদানি করা হয়েছে। বাজারে চাহিদা থাকায় এসব চাল বন্দরেই প্রতিকেজি ৬৪ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বাড়লে চালের দাম আরও কমে আসবে বলে আশা করছি।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান গত ১৮ জানুয়ারি চাল আমদানির অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানিকারকরা ভারত থেকে চাল আনা শুরু করেছেন। আমদানিকৃত চালের মান পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত মোট ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন আজ ভারত থেকে দুটি ট্রাকে মোট ৭৭ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এসব চাল ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ণ করা হচ্ছে। পরে আরও একটি ট্রাকে ৩৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। দ্রুত বাজারজাতকরণের জন্য আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।



















