close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরের সীমান্ত অঞ্চলে পুশইনের শিকার ২০জনের মিলেছে নাম পরিচয় , পুলিশে হস্হান্তর ..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের শিকার ২০ জনেরই নাম পরিচয় নিশ্চিত হয়েছে বিজিবি..
স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফে মাধ্যমে পুশইনের শিকার ২০জন নারী পুরুষ শিশুকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশে তুলে দিয়েছে বিজিবি। 
 
জানা গেছে,আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যাছাই করে আটক সবার পরিচয় নিশ্চিত হয়েছেন তারা। তারা সবাই বাংলাদেশী নাগরিক। জীবিকার তাগিদে গত ১০ থেকে ১৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল তারা। ভারতীয় পুলিশ কয়েক মাস আগে তাদরেকে গ্রেপ্তার করে কারাগারে রেখে বিএসএফের মাধ্যমে গতকাল ৯ জুন সোমবার সীমান্ত পথে শুন্য হাতে বাংলাদেশে পুশইন করেছে। অভিভাবকদের সাথে আটক শিশুরা ভারতেই জন্ম গ্রহন করেছে। 
 
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির ৪২ ব্যাটালিয়নের পক্ষে জানানো হয়েছে, ব্যাটালিয়নের আওতাধীন দিনাজপুরের বিরলের এনায়েতপুর এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দুরিয়া সীমান্ত দিয়ে ২০জনকে পুশইন করেছে বিএসএফ।
আজ মঙ্গলবার ভোর দিনাজপুরের বিরলের এনায়েতপুর বিওপির মেইন সীমান্ত পিলার ৩২২ এর সাব পিলার ৬ এলাকায় ১৩ জন আটক করেছে স্হানীয় বিওপির সদস্যরা।।১৩ জনের মধ্য ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৯ জন শিশু রয়েছে। 
 
এর আগে গতকাল সোমবার দিনগত মধ্যরাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের চান্দুরিয়া বিওপি সীমান্তের মেইন পিলার ৩৩৮ এর সাব পিলার ৫ এলাকা দিয়ে ৭জনকে পুশইন করে বিএসএফ। পরে তাদরকে আটক করে বিজিবির দিনাজপুরস্হ ৪২ ব্যাটালিয়নের সদস্যরা। আটক ৭ জনের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে। 
 
আটককৃতরা হলো মোহাম্মদ আলী (৫৫), পিতা-মনির উদ্দিন, গ্রাম-সুজনকুঠি, পোষ্ট-রাবাইতারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ নূর-নাহার (৪৫), পিতা-মৃত নূরুল ইসলাম, গ্রাম-সুজনকুঠি, পোষ্ট-রাবাইতারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোঃ নূরনবী (১৪), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-সুজনকুঠি, পোষ্ট-রাবাইতারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, শফিকুল ইসলাম (৩০) পিতা-মোঃ আবেদ আলী, গ্রাম-চিন্তারচর, পোষ্ট-হাসনাবাদ, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,মোছাঃ মোসুমি (৩০), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-সুজনকুঠি, পোষ্ট-রাবাইতারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, শাহিদা বেগম (০৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-চিন্তারচর, পোষ্ট-হাসনাবাদ, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,মোঃ মনিরুল (০৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-চিন্তারচর, পোষ্ট-হাসনাবাদ, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ খোদেজা (১২), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাসান (১০), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিল (০৭), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ শাহানুর ইসলাম (২৪), পিতা-কাশেম আলী, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগলা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ কোহিনুর (১৭), পিতা-কছর উদ্দিন, গ্রাম-আন্ধারীঝাড়, পোষ্ট-আন্ধারীঝাড়, থানা-ভুরঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম, মোঃ খাইরুল ইসলাম (৪৪), পিতা-আঃ আজিজ, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ হাসিনা বেগম (৪০), পিতা-মুজিবর, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ হাবিব (০৮), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোঃ মাসুদ (০৪), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলনীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম,মোঃ আব্দুল্লাহ (৩), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম,মোঃ হাকিম (৪ মাস), পিতা-মোঃ খাইরুল ইসলাম, গ্রাম-সতীপুরী, পোষ্ট-বলদীয়া, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম,মোঃ শাকিল ইসলাম (৭), পিতা-মোঃ শাহানুর, গ্রাম-মরাপাগলা, পোষ্ট-গাগলা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, এবং মোঃ রোহান ইসলাম (৪), পিতা-মোঃ শাহানুর, গ্রাম-মরাগাগলা, পোষ্ট-গাগলা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম। 
 
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পুশইনের বিষয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফের সাথে পৃথক পৃথক পতাকা বৈঠক করেছেন বিজিবির সংশ্লিষ্ট বিওপির কর্মকর্তারা। অন্যদিকে আইনগত ব্যবস্হা নিতে বিরল এবং পীরগঞ্জ থানা পুলিশের কাছে তুলে দিয়েছেন তারা।
Hiçbir yorum bulunamadı