দিনাজপুরের বিরল সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, পাল্টা পদক্ষেপে দুজন ভারতীয়কে ধরে এনেছে স্হানীরা....

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
বিরলের ধর্মজৈন এ সীমান্ত পেরিয়ে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার সাম্প্রতিক সময়ে দ্বিতীয় ঘটনা।....
স্টাফ রিপোর্টার  > দিনাজপুরের বিরল সীমান্তে দুইজন বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাল্টা পদক্ষেপে হিসেবে তাৎক্ষণিক দুইজন ভারতীয়কে ধরে এনেছে স্হানীরা। আজ শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে। এব্যাপারে পতাকা বৈঠকে বসছে দুই দেশের সংশ্লিষ্ট সীমান্ত রক্ষীরা।
 
 জানা গেছে বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিজিবির ৪২ ব্যাটালিয়নের ধর্মজৈন বিওপির কাছে সীমান্তের  মেইন পিলার ৩২০/ সাব পিলার ৯ এস এবং ১০ এস এর মধ্যবর্তী স্হানে জমিতে ধান কাটছিল মাসুদ এবং এনামুল নামে বাংলাদেশী দুইজন কৃষক।  এসময় সীমানা পেরিয়ে এসে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ বাহিনীর সদস্যরা। 
 মাসুদ (২২) কারুলিয়ার বাসিন্দা মুত এনামুলের ছেলে। এনামুল (৪৫) ইসরাইলের ছেলে।
ওই ঘটনা জানতে পেরে সীমান্তের একই এলাকা থেকে অবিনাশ টুডু এবং ফিলিপ সরেন নামে দুইজন ভারতীয় আদিবাসী কৃষক আনে স্হানীয় গ্রামবাসীরা।
দুজনের মধ্যে অবিনাশ টুডু ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা সরন টুডুর ছেলে এবং  ফিলিপ সরেন একই গ্রামের লতু সরেনের ছেলে। 
বিজিবির ৪২ ব্যাটালিয়নের ধর্মজৈন বিওপির কমান্ডার নায়েক সুবেদার রেজাউল ক‌রিম জানান, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই কৃষককে ফেরত পেতে এবং ভারতীয় ওই দুই নাগরিককে তুলে দিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকে বসেছেন তারা।
 
 স্হানীয়রা জানান, এর আগেও সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী নাগরিক কৃষককে বিএসএফ ধরে নিয়ে গিয়েছিল। ওই সময় ভারতীয় নাগরিককে ধরে এনেছিলেন তারা। পরে পতাকা বৈঠকে সুষ্ঠু সমাধানে উভয়কে হস্হান্তরের ঘটনা ঘটেছিল একই সীমান্তে।
###
 
No comments found