close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে ৫৯ লাখ টাকার চেক প্রদান..

Sifat Asmain avatar   
Sifat Asmain
****

২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের অনুকূলে ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত ২১ জনের মাঝে মোট ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর, দিনাজপুর সড়ক পরিবহন ও মালিক গ্রুপের নির্বাহী সদস্য এম এ খালেক, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

没有找到评论


News Card Generator