close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে শিবিরের সাবেক নেতার উপর হামলার কারন এখনো অজানা..

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
শিবিরের ওই সাবেক নেতা বর্তমানে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির অফিস সম্পাদক রয়েছেন।..
নিজস্ব প্রতিবেদক > দিনাজপুরের চিরিরবন্দরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতির উপর সশস্ত্র  হামলার কারন আজ সোমবার দ্বিতীয় দিনেও জানতে পারেনি সংশ্লিষ্ট থানা পুলিশ।  গতকাল রবিবার  রাতে ওৎ পেতে তার উপর হামলা চালিয়েছিল একদল দুর্বৃত্ত। হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও তার মুখ থেকে বের করা যায়নি হামলার কারন এবং জড়িতদের সবার পরিচয়।
হাবিবুর রহমান হাবিব (৩২)  চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে। বর্তমানে সে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির অফিস সম্পাদক রয়েছে।
জানা গেছে, রবিবার রাত ১১টার মোটর সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময পথিমধ্যে তার উপর হামলার চালায় ৮ জনের একটি দুর্বৃত্ত চক্র। এসময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় পালিয়ে যায় হামলাকারিরা। তাকে রাতেই দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
অন্যদিকে হামলার পরেই রাস্তার পাশের একটি বাড়ীতে লুকানো অবস্হায় আমিনুল ইসলাম নামে একজনকে ধরে ফেলে স্হানীয়রা।  তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেতারা।
চিরিরবন্দর থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, হামলায় জড়িত সন্দেহে স্থানীয়রা আমিনুল ইসলাম নামে একজনকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত অবস্হায় চিকিৎসাধীন থাকায় তার কাছে তথ্য পাওয়া যায়নি।
কিছুটা সুস্হ হলে তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছেন তারা। তবে।প্রাথমিক তদন্তে গ্রাম্য বিচার শালিসের জেরে হামলার ঘটনা বলে জানতে পেরেছেন তারা।  ওই নেতার পক্ষে 
মামলার প্রস্তুতি রয়েছে।
##
No comments found