close

লাইক দিন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত..

Md.Mominul Islam avatar   
Md.Mominul Islam
দিনাজপুরে শহীদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত..



দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহীদ আবু সাঈদসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২০ ডিসেম্বর ২০২৫  জোহরের নামাজের পরে    ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এই প্রতীকী জানাজার আয়োজন করা হয়। জানাজায় ইমামতি করেন গোর-এ-শহীদ জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন

গায়েবী জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে উপস্থিত ছিলেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।জুলাই বিপ্লবের আহত ও সম্মুখ সারির ‘জুলাইযোদ্ধারা’।বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, "শহীদ আবু সাঈদও শহীদ শরীফ ওসমান হাদির সহ যারা এই দেশের নতুন স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাদের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। তাদের রক্তে কেনা এই বাংলাদেশে বৈষম্য ও অন্যায়ের কোনো স্থান হবে না।" বক্তারা আরও বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-জনতা সবসময় রাজপথে সজাগ থাকবে।জানাজা শেষে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন উপস্থিত সকলে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator