শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে দেশব্যাপী ঘোষিত দোয়া-মোনাজাত ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) জুম্মার নামাজ শেষে এ কর্মসূচি পালন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন–এর উদ্যোগে এবং সংগঠনটির সাবেক আহ্বায়ক একরামুল হক আবির–এর নেতৃত্বে দিনাজপুর বাস টার্মিনাল জামে মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন একরামুল হক আবির।
সমাবেশে আরও বক্তব্য দেন মেহেদী হাসান সুমন (জুলাই যোদ্ধা), মোবারক হোসেন (যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন), সুবর্ণ আবরার (সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) এবং মিনহাজ জামান (সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি, দিনাজপুর জেলা শাখা)।
বক্তারা অবিলম্বে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।



















