দিনাজপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাটিয়ারিপাড়ার বাসিন্দা আকিবুজ্জামান ও তার পরিবার।আকিবুজ্জামান জানান, ১৯৮১ সাল থেকে তার বসতভিটা ৩.৭৫ শতক জমি ও ক্রয়কৃত ২.৫০ শতক জমির ওপর বসতবাড়ি নির্মাণ করে তারা বসবাস করছেন। কিন্তু সম্প্রতি একই এলাকার আনিসুর রহমান (৪৫) ও ফরাজুল ইসলাম (৪০) সেখানকার ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে। তারা একাধিকবার বসতভিটা দখলের চেষ্টা করে এবং বাড়ির গাছপালা কেটে ফেলে হামলা চালায়। এতে আকিবুজ্জামান এবং তার বাবা-মা গুরুতর আহত হয়।এই ঘটনার প্রেক্ষিতে বিরল থানায় দুটি মামলা দায়ের করা হয়, যা বর্তমানে দিনাজপুর আদালতে বিচারাধীন। কিন্তু গত বৃহস্পতিবার আসামীরা আদালতে হাজির হওয়ার পর পুনরায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়। আকিবুজ্জামান আরও বলেন, তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং তারা এখন প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।সংবাদ সম্মেলনে আকিবুজ্জামান ও তার বাবা-মা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। প্রতিপক্ষ তাদের বসতভিটার কিছু অংশ টিনের বেড়া দিয়ে দখল করে নিয়েছে।এমতাবস্থায়, আকিবুজ্জামান ও তার পরিবার স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুরক্ষা ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন।



















