close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে প্রিমিয়াম ‘লা রোসা মেকওভার স্টুডিও’র যাত্রা শুরু..

Sifat Asmain avatar   
Sifat Asmain
****
দিনাজপুর শহরের নারীদের সৌন্দর্যচর্চায় নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক ও প্রিমিয়াম বিউটি পার্লার ‘লা রোসা মেকওভার স্টুডিও’। পরিচ্ছন্ন, শান্ত ও আরামদায়ক পরিবেশে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই স্টুডিওটির প্রধান লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় শহরের লিলির মোড় এলাকায় লুফুনেসা মার্কেটের সামনে অবস্থিত স্টুডিওটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুরের নারী উদ্যোক্তা, বিভিন্ন পার্লার ওনার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা উদ্যোগটিকে নারী উদ্যোক্তা বিকাশে ইতিবাচক সংযোজন হিসেবে উল্লেখ করেন।
 
স্টুডিওটির স্বত্বাধিকারী উম্মে হাবিবা তিথি জানান, দিনাজপুরের নারীদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক ও নিরাপদ সৌন্দর্যসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন,
“এখানে ত্বক ও চুলের জন্য সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ব্যবহার করা হয়, যা ত্বকের কোনো ক্ষতি করে না। ক্ষতিকর রাসায়নিক পরিহার করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।”
 
লা রোসা মেকওভার স্টুডিওতে অভিজ্ঞ ও প্রশিক্ষিত আর্টিস্টদের মাধ্যমে ব্রাইডাল ও পার্টি মেকওভার, আধুনিক হেয়ার স্টাইলিং, হেয়ার কাট ও কালার, বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট, থ্রেডিং ও ওয়্যাক্সিং, ফেসিয়াল, অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট, বডি স্পা ও ম্যাসাজ, আইল্যাশ ও ন্যাচারাল-গ্লাস এক্সটেনশন, পেডিকিউরসহ পূর্ণাঙ্গ সৌন্দর্যসেবা প্রদান করা হবে।
لم يتم العثور على تعليقات


News Card Generator