দিনাজপুর প্রতিনিধি: খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি
মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে মহান বিজয় দিবস-২০২৫-এর শুভ সূচনা করা হয়। এরপর শুরু হয় কুচকাওয়াজ। এতে দিনাজপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী বাহিনী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্টসমূহ অংশগ্রহণ করে।
মোঃ মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুরের নেতৃত্বে গঠিত জেলা পুলিশের কন্টিনজেন্ট পায়ে পায়ে তাল মিলিয়ে স্যালুটিং ড্রাইসের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দকে অভিবাদন জানান। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাগণ, প্যারেড কমান্ডার, কন্টিনজেন্ট কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দকে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষ্যে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের সাধারণ জনগণউপস্থিত ছিলেন।



















