close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত..

Sifat Asmain avatar   
Sifat Asmain
****
২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে কাঞ্চন সম্মেলন কক্ষে “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ–তৃতীয় পর্যায়” প্রকল্পের আওতায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন। কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই আলম সিদ্দিকী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোর্শেদ আলী খান।
 
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার–প্রচারণা (আউটরিচ) এবং স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ আবু বক্কর সিদ্দিক।
 
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
コメントがありません


News Card Generator