close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি মুর্শেদ, সাধারণ সম্পাদক সুলতান নির্বাচিত ..

Abdus Sattar avatar   
Abdus Sattar
দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুর্শেদুর রহমান (ডিবিসি নিউজ) এবং সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ (দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।..

 
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুর্শেদুর রহমান (ডিবিসি নিউজ) এবং সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ (দীপ্ত টিভি) নির্বাচিত হয়েছেন।


বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় কর্মরত সাংবাদিক মোট ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাত সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দুইজন নির্বাহী সদস্য সহ মোট ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি পদে এসএম আলমগীর (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন),
সহ-সাধারণ সম্পাদক পদে মঞ্জুর আলী শাহ (বাংলা টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে আবুল কাশেম (নাগরিক টেলিভিশন), নির্বাহী সদস্য পদে সত্যেন্দ্রনাথ চ্যাটার্জী মুকুল (মাই টিভি) ও সুবল চন্দ্র রায় (মোহনা টেলিভিশন)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী তাপস পাল ও দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator