close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান মাদকসেবীর ৩ মাস কারাদণ্ড..

Sifat Asmain avatar   
Sifat Asmain
দিনাজপুর স্টেশনে মাদকবিরোধী অভিযান মাদকসেবীর ৩ মাস কারাদণ্ড

দিনাজপুর রেলওয়ে স্টেশনে জিআরপি থানার বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

জিআরপি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় দিনাজপুর শহরের নিমগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার মৃত আব্দুল শহিদের পুত্র মোঃ হায়দার আলী (৩০)-কে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ বোরহান উদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে জিআরপি থানা কর্তৃপক্ষ জানায়, রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Keine Kommentare gefunden


News Card Generator