close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

দিনাজপুর শহর আওয়ামী লীগ নেতা শেখ শাহ আলম গ্রেপ্তার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি শেখ মো. শাহ আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে দিনাজপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

 

 

গ্রেপ্তার শেখ মো. শাহ আলম দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল আজিজের ছেলে এবং সাবেক সিআইপি ছিলেন।

 

পুলিশ জানায়, বিগত সরকারের সময় তিনি দিনাজপুর জেলার বিভিন্ন থানায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি গত জুলাইয়ের গণ–অভ্যুত্থানের সময় রামদা ও ধারালো অস্ত্র হাতে নিয়ে ছাত্র–জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনার ছবি ও ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 

আত্মগোপন ও সাম্প্রতিক তৎপরতা

গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শেখ শাহ আলম। পুলিশের দাবি, সম্প্রতি তিনি পলাতক আসামি ও তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছিলেন।

 

মামলা ও আদালত

দিনাজপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

لم يتم العثور على تعليقات


News Card Generator