দিনাজপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এলজিইডি ভবনে গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে গেছে। আজ ভোর ৫টার দিকে ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। চতুর্থতলার আবাসিক কক্ষে দুজন অতিথি ছিলেন, যাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে তাঁরা এলজিইডি ভবনে অগ্নিকাণ্ডের খবর পেলে। পাঁচ মিনিটের মধ্যে তাঁরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ট্যাগস: দিনাজপুর, অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস, দুর্ঘটনা, সুরক্ষা