আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ বিরল - বোচাগন্জ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রসাসক মো: রিয়াজ উদ্দিন এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় বোচাগঞ্জ উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, পৌর কমিটির সাধারন সম্পাদক মো: সোনাহার , জেলা বিএনপি'র প্রচার সম্পাদক মো: কচিসহ উপজেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মনোনয়ন পত্র সংগ্রহের পর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন দিনাজপুর-২ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয় অর্জনের ব্যাপারে আমি আশাবাদী।



















