মঙ্গলবার (২ জুলাই) বিকেলে কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়ায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা: মোরশেদা বেগম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদিকা মোছা: মনোয়ারা বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী মিসেস কুহেলী দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গত ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে নিজেধের অধিকার বুঝে নেওয়ার। আপনারা আপনাদের নেতা ওয়াদুদ ভূইয়া কে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা ও আপনাদের ছেলেমেয়েরা নিজেদের অধিকার নিয়ে বাচতে পাড়বে। ছেলে মেয়েরা তাদের মেধার ভিত্তিতে চাকরি পাবে। বিএনপির উপর ভরসা রাখুন, বিএনপি আপনাদের সমাজে বেচে থাকার অধিকার ফিরিয়ে দিবে।"
তিনি আরও বলেন, “আগামী নির্বাচন নিরপেক্ষ না হলে এই দেশের জনগণ আর মেনে নেবে না। নারী সমাজের শক্তিকে অবমূল্যায়ন করলে বড় ভুল হবে। আমরা ঘরে-বাইরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফিক। তিনি বলেন, “বিগত ১৭ বছর ধরে এ দেশের জনগণ সত্যিকার অর্থে ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ নিতে হলে আন্দোলনের মাধ্যমেই তা আদায় করতে হবে। খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী মরিয়ম আক্তার মনি, যুবদলের উপজেলা আহ্বায়ক মো. মোতালেব হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক, ও ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেন।
বক্তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন জনগণের ঐক্য, সাহস ও সচেতনতা। এবং সেই আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণ সময়ের দাবি।