রবিবার দুপুর ২ টায় দীঘিনালা সরকারি কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের আয়োজন করে ভুক্তভোগীসহ সর্বস্তরের জনতা। মানববন্ধনে অংশগ্রহণ করে দীঘিনালার ৫ টি ইউনিয়নের শতাধিক মানুষ।
মানববন্ধনে বোয়ালখালি বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোবারক খান মহিন, মোঃ রুহুল আমিন, মোঃ আল-আমিন হাওলাদার ও মোঃ আশরাফুল সহ আরও অনেকেই।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন " দিনের পর দিন বিদ্যুৎ বিভাগ লাইন বন্ধ রাখেন এবং মিটারের ইউনিটের চেয়ে অধিক বিল করেন। টাকা না দিলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এক পাও এগোয় না এবং কাজ করে দেয়না। নতুন মিটার নিতে সংযোগ দিতে গেলে সরকারি ফির চেয়ে অধিক টকা দিতে হয়। তাদের সাথে বিদ্যুৎ এর সমস্যা নিয়ে কথা বলতে গেলেই ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গুণতে হয়।
মানববন্ধনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন বিদ্যুৎ বিভাগের এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে আগামী এক সপ্তাহের মাধমে আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের হুশিয়ারি করে বলেন তারা যদি সংশোধন না হয় তাহলে কঠোর আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হবে এবং ব্যাগ গোছানোর সময় পাবেন না। এসময় তিনি ভুক্তভোগীদের পক্ষ থেকে ১২ দফা দাবি উপস্থাপন করেন এবং মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
মানববন্ধন শেষে গণস্বাক্ষর নেওয়া হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপিপ্রদান করা হয়। এতে অবিলম্বে বিদ্যুৎ বিভাগে দুর্নীতিবাজদের অপসারণ ও সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।



















