বৃহস্পতিবার দুপুরে দীঘিনালার ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট “দি বেবি টাইগার্স”-এর পক্ষ থেকে দীঘিনালা সেনা জোন অধিনায়কের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বুধবার গভীর রাতে হঠাৎ নদীর পানি বেড়ে গিয়ে মাদ্রাসা চত্বরে ঢুকে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে শিক্ষার্থীরা ঘুম থেকে উঠে জরুরি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়। প্রায় দুই ঘণ্টা পানিবন্দি থাকার পর সকাল ৫টার দিকে পানি নামতে শুরু করে। ততক্ষণে মাদ্রাসার বিভিন্ন মালামাল সহ রান্নাঘরের একমাত্র মাটির চুলাটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে রান্নার সব ব্যবস্থাই অচল হয়ে পড়ে। এতে করে ৯০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন আবাসিক শিক্ষার্থী চরম খাদ্যসংকটে পড়ে।
ঘটনাটি জানতে পেরে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি, তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেন।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, “রাতে পানি বাড়ার পর থেকেই আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। রান্নার একমাত্র চুলাটি ভেঙে যাওয়ায় দুপুরে শিক্ষার্থীদের জন্য খাবার দেওয়া সম্ভব হচ্ছিল না। ঠিক তখনই সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
সেনাবাহিনীর এমন মানবিক সহায়তায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুপুরের খাবার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে আসে।