বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান, পিএসসি। তিনি বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এর ছোবলে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। শুধু আইন প্রয়োগ নয়, মাদক নির্মূলে দরকার পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা।” তিনি আরও জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সমাজে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও কাজ করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমিত কুমার শাহা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি জাতিকে ধ্বংস করতে পারে। শিক্ষার্থী ও তরুণদের রক্ষা করতে হলে পরিবার, শিক্ষক ও সমাজের সকলে একযোগে কাজ করতে হবে।”
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, “মাদক সমাজে নৈতিক অবক্ষয় তৈরি করছে। এই ভয়াবহতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হলে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া, ৭ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম ও হুমায়ুন করিম, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ৫ নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন, বড়াদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চন্দ্র চাকমা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি পরিবারে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে হবে। সভা শেষে সকলে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার