close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ডিবি পুলিশ পরিচয়ে পিকআপ ছিনতাই: ২৫ লাখ টাকার সয়াবিন তেল উধাও

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে ডিবি পুলিশ পরিচয়ে সয়াবিন তেলভর্তি একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। মানিক
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর কাছে ডিবি পুলিশ পরিচয়ে সয়াবিন তেলভর্তি একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের ব্যবসায়ী ঝন্টু সাহা অ্যান্ড সন্সের মালিক টিটু সাহা জানান, তিনি সোনারগাঁওয়ের মেঘনা মিল থেকে ২৫ লাখ টাকা মূল্যের ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি পিকআপে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ভোর ৪টার দিকে পিকআপটি সালেহপুর ব্রিজে পৌঁছালে একটি মাইক্রোবাস পিকআপের গতিরোধ করে। নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাস থেকে নামা একদল দুর্বৃত্ত পিকআপের কাগজপত্র দেখতে চায়। চালক কাগজ বের করার সঙ্গে সঙ্গেই ৮-১০ জনের দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে চালক ও তার সহকারীকে আক্রমণ করে। দুর্বৃত্তরা তাদের মারধর করে এবং নেশাজাতীয় পানীয় খাইয়ে অচেতন করে। এরপর পিকআপের চালকের সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং তেলভর্তি পিকআপটি হেলপারসহ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হেলপার এবং পিকআপের কোনো সন্ধান না পেয়ে ব্যবসায়ী টিটু সাহা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া পিকআপ, হেলপার বা তেলের সন্ধান পাওয়া যায়নি। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘ছিনতাই হওয়া তেলভর্তি ট্রাক এবং হেলপার উদ্ধারে কাজ চলছে।’ স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে অপরাধের ঘটনা বেড়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা জরুরি।
Nenhum comentário encontrado